
কিরগিজস্তান
Featured Image: Wikimedia Commons.
পূর্বসাল
৪০০-৩০১ মধ্য এশিয়া* জয় করলেন ম্যাকিদোনিয়ার সেকান্দার শা।
* পাঁচটি দেশ নিয়ে মধ্য এশিয়া অঞ্চলটি গঠিত। এগুলো হল উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ও তুর্কমেনিস্তান। ভারতবর্ষের সাথে মধ্য এশিয়ার ঐতিহাসিক সম্পর্ক আছে, কারণে প্রাচীন ভারতের আর্যভাষী গোষ্ঠী আর মধ্যকালীন ভারতের মুঘল শাসকবৃন্দ উভয়েই এই উপমহাদেশে অত্র অঞ্চল থেকে এসেছে।
যে প্রবাদপ্রতিম সিল্ক রোড চীনকে রুমি সাম্রাজ্য ও ইওরোপের সাথে যুক্ত করেছিল, এই শতাব্দীতে বর্তমান কিরগিজস্তান সমেত পুরো মধ্য এশিয়া তার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়।
সাল
৩০১-৪০০ মধ্য ও পশ্চিম এশিয়া জয় করল হুনরা।
৫৭০ হযরত মুহাম্মদের (সা.) জন্ম।
৬০১-৭০০ আরবদের মধ্য এশিয়া জয় ও অঞ্চলটির ইসলামিকরণ।
১০০১-১৩০০ মধ্য সাইবেরিয়ার ইয়েনিসেই নদী উপত্যকা থেকে আজকের কিরগিজস্তানের সীমান্তবর্তী তিয়ান-শেন অঞ্চলে অভিবাসিত হল কিরগিজরা।
১২১৮ চেঙ্গিজ খানের নেতৃত্বে মঙ্গোলদের মধ্য এশিয়া আক্রমণ।
১৬৪৫ কিরগিজরা বর্তমান কিরগিজস্তানে বসতিস্থাপন করল। অঞ্চলটি দখল করে নিল ওইরাত নামের একটি মঙ্গোল গোষ্ঠী।
১৭৫৮ চীনের মাঞ্চুদের হাতে ওইরাতদের পরাজয়, কিরগিজরা চীনা সাম্রাজ্যের প্রজায় পরিণত হল।
১৮০১-২৫ কিরগিজরা কোকান্দের উজবেক খানাতের নিয়ন্ত্রণাধীন হল।
১৮৬০-৬৯ মধ্য এশিয়ার অধিকাংশ রুশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এল।
১৮৭৬ রুশরা কোকান্দের উজবেক খানাত জয় করল, বর্তমান কিরগিজস্তানকে রুশ সাম্রাজ্যের অংশ করে নেয়া হল।
১৯২১ বর্তমান কিরগিজস্তান তুর্কিস্তান স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের অংশ হয়ে গেল।
১৯২৪ কারা-কিরগিজ স্বায়ত্তশাসিত অঞ্চল গঠন করা হল।
১৯২৫ কারা-কিরগিজ স্বায়ত্তশাসিত অঞ্চলের নাম বদলে কিরগিজ স্বায়ত্তশাসিত অঞ্চল রাখা হল।
১৯২৬ কিরগিজ স্বায়ত্তশাসিত অঞ্চলকে স্বায়ত্তশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের স্তরে উন্নীত করা হল।
১৯৩৬ প্রতিষ্ঠা করা হল কিরগিজ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।*
* কিরগিজিয়া নামে পরিচিত।
১৯৯১ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করল কিরগিজিয়া। নতুন নাম কিরগিজস্তান। প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলেন আশকার আকায়েভ।
কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসে (সিআইএস) যোগ দিল কিরগিজস্তান।
১৯৯৩ কিরগিজস্তান একটু নতুন মুদ্রা চালু করল: সম।
১৯৯৫ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিবার্চিত হলেন আশকার আকায়েভ।
১৯৯৮ মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ জারি করল কিরগিজস্তান।
২০০০ কিরগিজস্তানের প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হলেন আশকার আকায়েভ, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানালেন নির্বাচন সুষ্ঠু ছিল না।
২০০১ চীন, রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তানের সাথে মিলে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) গঠন করল কিরগিজস্তান।
২০০৫ প্রেসিডেন্ট আকায়েভের বিরুদ্ধে কিরগিজস্তানে গণ আন্দোলন দেখা দিল, আন্দোলনের মুখে রাশিয়ায় পালিয়ে গেলেন আকায়েভ। নয়া প্রেসিডেন্ট হলেন বিরোধী নেতা কুরমানবেক বাকিয়েভ। প্রধানমন্ত্রী হলেন আরেক বিরোধী নেতা ফেলিক্স কুলভ।
২০০৬-০৭ কিরগিজস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতার কাল, ক্ষমতার প্রচুর পালাবদল।
২০০৮ কিরগিজস্তানের ওশ শহরে ভূমিকম্পে ৬৫ জনের মৃত্যু।
২০০৯ কাজাখস্তানে খুন হলেন কিরগিজ সাংবাদিক গেন্নাদি পাভলুক।
২০১০ বিরোধীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন কুরমানবেক বাকিয়েভ। অন্তর্বর্তীকালীন কিরগিজ সরকারের প্রেসিডেন্ট হলেন রোজা ওতুনবায়েভা। ওশ আর জালালাবাদ শহরে জাতিগত কিরগিজ ও জাতিগত উজবেকদের মধ্যে দাঙ্গা বেঁধে গেলে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
২০১১ কিরগিজস্তানে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করার মধ্য দিয়ে একটি সংসদীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হল।
২০১২ ন্যাটোকে নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিল কিরগিজস্তান।
২০১৫ কিরগিজ কর্তৃপক্ষ জানাল, তাঁরা দেশটিতে ইসলামিক স্টেটের দুটি হামলা ঠেকিয়ে দিয়েছে।
২০১৬ দুর্নীতির দায়ে পদত্যাগ করলেন কিরগিজ প্রধানমন্ত্রী তেমির সারিয়েভ। রাজধানী বিশকেকে চীনা দূতাবাসের কাছে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় চালক ও তিন স্থানীয় দূতাবাসকর্মীর মৃত্যু। কিরগিজ সরকার এই হামলার জন্য উইঘুর জিহাদিদেরকে দায়ী করল।
২০১৭ কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সুরনবে জিনবেকভ।
২০২০ এরিকা ফ্যাটল্যান্ড, সোভিয়েতিস্তান: ট্রাভেলস ইন তুর্কমানিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, অ্যান্ড উজবেকিস্তান।
২০২১ কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাদির জাপারভ।
তথ্যসূত্র
BBC. 2021. “Kyrgyzstan profile – Timeline.” BBC, January.
https://www.bbc.com/news/world-asia-16185772
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি