জ্যামাইকা

Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

৬৫০ তাইনোরা গায়ানা আর ভেনেজুয়ালা থেকে জ্যামাইকায় এলেন।

১৪৯৪ সেইন্ট অ্যানস বেতে পা রাখলেন ক্রিস্টোফার কলম্বাস।

১৫১০ স্পেনীয়দের আগমন। উত্তর উপকূলের সেইন্ট অ্যানস বেতে তাঁরা প্রতিষ্ঠা করলেন সেভিলা লা নুয়েভা। দক্ষিণ উপকূলে প্রতিষ্ঠা করলেন ভিলা দে লা ভেগা।

১৫১৭ শ্রমশক্তি হিসেবে স্থানীয় আদিবাসীদের প্রতিস্থাপন করার উদ্দেশ্যে প্রথম আফ্রিকান দাসদের জ্যামাইকায় আনা হল।

১৬৫৫ ব্রিটিশরা স্পেনীয়দের কাছ থেকে ছিনিয়ে নিল জ্যামাইকা।

১৬৬৩ জ্যামাইকায় ইহুদিরা বসতিস্থাপন করতে শুরু করলেন।

১৬৬৪ বার্বাডোস থেকে জ্যামাইকায় এলেন ৪০০ প্ল্যান্টেশন মালিক।

১৬৭০ মাদ্রিদ চুক্তি, জ্যামাইকার ওপর দাবি ছেড়ে দিল স্পেন।

১৬৭৫ সেইন্ট এলিজাবেথে ১,১০০ জন সুরিনামি বসতিস্থাপনকারীর আগমন।

১৬৯০ ক্ল্যারেনডনে দাস বিদ্রোহ। মেরুনদের সাথে যোগ দিতে অনেকে পালিয়ে গেলেন। প্রথম মেরুন যুদ্ধ।

১৬৯২ এক প্রলয়ংকরী ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল পোর্ট রয়্যাল।

১৭২৮ ফরাসি ওয়েস্ট ইন্ডিজ থেকে জ্যামাইকায় এল কফি।

১৭৩৯ ব্রিটিশদের সাথে শান্তিচুক্তি, প্রথম মেরুন যুদ্ধের অবসান।

১৭৬০ ট্যাকির নেতৃত্বে পোর্ট মারিয়ায় দাস বিদ্রোহ।

১৭৮২ জ্যাকের নেতৃত্বে সেইন্ট মেরিতে দাস বিদ্রোহ।

১৭৯৩ তাহিতি থেকে জ্যামাইকায় এল কাঁঠাল।

১৭৯৬ দ্বিতীয় মেরুন যুদ্ধের সূচনা।

১৮০৭ দাস বাণিজ্যের বিলোপসাধন করা হল।

১৮৩১ স্যাম শার্পের নেতৃত্বে সেইন্ট জেমস, ট্রেলনি, হ্যানওভার, ওয়েস্টমোরল্যান্ড, সেইন্ট এলিজাবেথ, আর ম্যানচেস্টারে এক বিরাট দাস অভ্যুত্থান দেখা দিল।

১৮৩৪ দাসপ্রথার বিলোপসাধন করা হল।

১৮৩৮ দাসপ্রথার আনুষ্ঠানিক অবসান।

১৮৪৫ জ্যামাইকা রেলরাস্তা প্রতিষ্ঠা করা হল।

১৮৫০ এক কলেরা মহামারীতে ৩২ হাজার মানুষের মৃত্যু।

১৮৫৪ পানামা থেকে জ্যামাইকায় এলেন ৪৭৮ জন চীনা।

১৮৬৫ মোরান্ত বে বিদ্রোহ।

১৮৭২ কিংস্টনকে জ্যামাইকার নতুন রাজধানী করা হল।

১৯৩৮ আলেক্সান্দার বুস্তামানে প্রতিষ্ঠা করলেন জ্যামাইকা উদার দল। নর্ম্যান ম্যানলি প্রতিষ্ঠা করলেন সমাজতান্ত্রিক জনগণের জাতীয় দল।

১৯৪৪ জ্যামাইকার ইতিহাসের রাজ-উপনিবেশ পর্বের সমাপ্তি। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে একটি নতুন সংবিধান গ্রহণ করে নেয়া হল।

১৯৬২ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল জ্যামাইকা।

১৯৬৬ তিন দিনের রাষ্ট্রীয় সফরে জ্যামাইকায় এলেন ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি। সংসদে বক্তব্য রাখলেন। তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হল।

১৯৭২ নর্ম্যান ম্যানলির ছেলে মাইকেল ম্যানলির নেতৃত্বে সমাজতন্ত্রীরা ক্ষমতায় এলেন। যুক্তরাষ্ট্রের আপত্তির মুখে কিউবার সাথে সম্পর্ক তৈরি করলেন মাইকেল। জ্যামাইকার অর্থনীতির অবক্ষয় শুরু হল, রাজনৈতিক অস্থিরতা দেখা দিল।

১৯৭৩ ত্রিনিদাদ, টোবাগো, গায়ানা, আর বার্বাডোসের সাথে মিলে ক্যারিবীয় সম্প্রদায় ও সাধারণ বাজার (ক্যারিকম) গঠনে ভূমিকা রাখল জ্যামাইকা।

১৯৭৭ স্যার আলেক্সান্দার বুস্তামানের মৃত্যু।

১৯৮০ এডওয়ার্ড সিয়েগার নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হল। এটি যুক্তরাষ্ট্রের শক্ত সমর্থন পেয়েছিল। জ্যামাইকার পর্যটন শিল্পের বিকাশ ঘটতে শুরু করল।

১৯৮১ ইতিহাসের সবচে বিখ্যাত জ্যামাইকান বব মার্লের মৃত্যু।

১৯৯৭ মাইকেল ম্যানলির মৃত্যু।

২০১২ কাজী মুনতাসির বিল্লাহ, রাস্তাফারাই, রেগে ও বব মার্লি

তথ্যসূত্র

Gritzner, Janet H.. 2004. Jamaica. Philadelphia: Chelsea House.

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *