Spread the love

Featured Image: Wikimedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University of Texas at Austin.

সাল

১৫২৩-২৪ স্পেনীয় রোমাঞ্চপ্রিয় পেদ্রো দে আলভারাদো আদিবাসী মায়া জাতির মানুষদের পরাজিত করলেন এবং গুয়াতেমালাকে একটি স্পেনীয় উপনিবেশে পরিণত করলেন।

১৮২১ গুয়াতেমালা স্বাধীন হয়ে মেক্সিকো সাম্রাজ্যে যোগ দিল।

১৮২৩ হন্ডুরাস, গুয়াতেমালা, নিকারাগুয়া, এল সালভাদোর, ও কোস্টা রিকা মিলে গঠন করল মধ্য আমেরিকার যুক্ত প্রদেশসমূহ (ইউপিসিএ)।

১৮৩৯ পূর্ণ স্বাধীনতা অর্জন করল গুয়াতেমালা।

১৮৪৪-৬৫ রক্ষণশীল একনায়ক রাফায়েল কোরেয়ার রাজত্বকাল।

১৮৭৩-৮৫ উদার প্রেসিডেন্ট হুস্তো রুফিও ব্যারিনোসের রাজত্বকাল।*

* তিনি দেশটির আধুনিকীকরণ করেন, সেনাবাহিনীর বিকাশ ঘটান, এবং কফি আবাদ চালু করেন।

১৯১৪-১৮ ‘প্রথম বিশ্বযুদ্ধ’।

১৯৩১ প্রেসিডেন্ট হলেন হোর্হে উবিচো।

১৯৩৯-৪৫ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ’।

১৯৪১ অক্ষশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল গুয়াতেমালা।

১৯৪৪ প্রেসিডেন্ট হলেন হুয়ান হোসে আরেভালো।*

* সমাজ-গণতান্ত্রিক সংস্কার প্রবর্তন করলেন। সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বিলি করে দিলেন।

১৯৫১ প্রেসিডেন্ট হলেন কর্নেল জ্যাকবো আরবেনজ গুজমান।

১৯৬০-৯৬ গুয়াতেমালান গৃহযুদ্ধ।*

* আদিবাসী জাতিদের সমর্থনপুষ্ট বামপন্থী গেরিলা আর গুয়াতেমালা সরকারের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।

১৯৬৩ প্রেসিডেন্ট হলেন কর্নেল এনরিক পেরালটা।

১৯৬৬ নাগরিক শাসন পুনর্বহাল করা হল, প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিজার মেন্দেজ।

১৯৭০ প্রেসিডেন্ট হলেন সেনা-মদতপুষ্ট কার্লোস এরেনা।

১৯৭০য়ের দশক সামরিক শাসকরা ৫০ হাজার বামপন্থীকে খুন করল।

১৯৮২ এক সামরিক ক্যুদেতায় ক্ষমতায় এলেন জেনারেল এফ্রেইন রিওজ মন্ট। আদিবাসী মায়া জাতিদের বিরুদ্ধে পাইকারি হারে হত্যাযজ্ঞ চালালেন। ২০১৩ সালে এই অপরাধের জন্য তাঁকে বিচারের সম্মুখীন হতে হয়।

১৯৮৫ প্রেসিডেন্ট হলেন মার্কো ভিনিসিও সেরাজো।

১৯৯১ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হোর্হে সেরানো এলিয়াস।

১৯৯৬ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আলভারো আরজু। একদল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পার্জ করলেন। বিদ্রোহীদের সাথে একটি শান্তি চুক্তি সই করলেন, গুয়াতেমালার ।

১৯৯৮ খুন হলেন বিশপ ও মানবাধিকার কর্মী জন গেরারদি।

১৯৯৯ জাতিসংঘ-সমর্থিত কমিশন জানাল যে, গৃহযুদ্ধের বছরগুলোতে সংঘটিত হওয়া মানবাধিকার লঙ্ঘণের ৯৩ শতাংশের জন্য সরকারি বাহিনী দায়ী। এতে প্রায় ২ লক্ষ মানুষ প্রাণ হারান। মায়া গ্রামগুলোয় ৬২৬টা হত্যাযজ্ঞ তদারকি করেন গুয়াতেমালা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।

২০০৪ যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা, এল সালভাদর, কোস্টা রিকা, আর নিকারাগুয়ার সাথে মধ্য আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) সই করল হন্ডুরাস।

২০১০ অক্টোবর: ১৯৪০য়ের দশকে মেডিকেল পরীক্ষার অংশ হিসেবে হাজার হাজার গুয়াতেমালাবাসীকে গনোরিয়া আর সিফিলিসের জীবাণুতে সংক্রমিত করার জন্য গুয়াতেমালার কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র।

২০১৫ অক্টোবর: প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন জিমি মোরালেস।

২০১৮ মে: যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে নিজেদের ইসরায়েল দূতাবাস জেরুসালেমে স্থানান্তরিত করল গুয়াতেমালা।

২০২০ নভেম্বর: বাজেট নিয়ে ক্ষোভের জের ধরে প্রতিবাদীরা কংগ্রেস ভবনে আগুন ধরিয়ে দিল।

তথ্যসূত্র

BBC. “Guatemala profile – Timeline.” BBC, July 29, 2019.
https://www.bbc.com/news/world-latin-america-19636725

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

By irrafinofficial

ইরফানুর রহমান রাফিনের জন্ম ঢাকায়, ১৯৯২ সালে। বর্তমানে একটি অনলাইন সংবাদমাধ্যমে লিখে অন্নসংস্থান করেন। নিজেকে স্মৃতি সংরক্ষণকারীদের পরম্পরার একজন হিসাবে দেখেন। যোগাযোগ: irrafin2022@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Creative Commons License
Except where otherwise noted, the content on this site is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.