ডোমিনিকা

Spread the love

Featured Image: Wikipedia Commons.

Image: Perry-Castañeda Library Map Collection, The University Texas at Austin.

সাল

১৪৯৩ ক্রিস্টোফার কলম্বাস ডোমিনিকা পরিদর্শন করলেন ও দ্বীপটির নামকরণ করলেন।

১৬২৭ ইংল্যান্ডের রাজা প্রথম চার্লস আর্ল অফ চার্লিসলেকে ডোমিনিকার দায়িত্ব দিলেন। কিন্তু উপনিবেশায়নের প্রয়াস শুরু থেকেই প্রতিরোধের সম্মুখীন হয়। দ্বীপটির আদিবাসী ক্যারিব জাতির মানুষেরা ইওরোপীয় উপনিবেশবাদের বিরুদ্ধে জানবাজি লড়াই গড়ে তুলেছিলেন।

১৬৩৫ ডোমিনিকা দাবি করল ফ্রান্স। এর ধারাবাহিকতায় ফরাসি ধর্মযাজকরা দ্বীপটি উপনিবেশায়িত করে। আদিবাসী ক্যারিব জাতির মানুষদের প্রতিরোধ জারি থাকে।

১৭৬৩ প্যারিস চুক্তি, ডোমিনিকার ওপর দখলীসত্ব বুঝে পেল ব্রিটেন।

১৮৩১ মুক্ত অশাদাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার দেয়া হল।

১৮৩৪ দাসত্বের বিলোপসাধন করা হল।

১৮৩৮ ডোমিনিকা হয়ে উঠল ক্যারিবীয় অঞ্চলের প্রথম ও একমাত্র ব্রিটিশ উপনিবেশ যেখানে আইনসভা কালোদের নিয়ন্ত্রণে ছিল।

১৮৯৬ ডোমিনিকায় মুকুট উপনিবেশিক সরকার পুনর্বহাল করা হল।

১৯৫১ ডোমিনিকাকে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার প্রদান করা হল।

১৯৫৮-৬২ ওয়েস্ট ইন্ডিজ ফেডারেশনের সদস্য হল ডোমিনিকা।

১৯৬০ ডোমিনিকাকে স্বশাসন প্রদান করল ব্রিটেন।

১৯৭৮ স্বাধীনতা অর্জন করল ডোমিনিকা।

তথ্যসূত্র

BBC. 2017. “Dominica profile – Timeline.” BBC, September 19.
https://www.bbc.com/news/world-latin-america-19409492

নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।

অনলাইন অর্ডার লিংকসমূহ

দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *