Featured Image: Wikimedia Commons.
সাল
১৫২০ পর্তুগিজরা ক্যামেরুনে চিনি প্ল্যান্টেশন বসালো ও দাস বাণিজ্য শুরু করল।
১৬০০-৯৯ ওলন্দাজরা পর্তুগিজদের কাছ থেকে দাস বাণিজ্যের নিয়ন্ত্রণ নিল।
১৮৮৮ জার্মান উপনিবেশ কামেরুনে পরিণত হল ক্যামেরুন।
১৯১১ ‘ফেজ চুক্তি’।
১৯১৬ ইঙ্গ-ফরাসি সেনাদল জার্মানিকে ক্যামেরুন ছাড়তে বাধ্য করল।
১৯১৯ ‘লন্ডন ঘোষণা’। ক্যামেরুনকে ৮০% ফরাসি ও ২০% ব্রিটিশ প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হল। ব্রিটিশ প্রশাসনিক অঞ্চলটিকে আবার উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চলে ভাগ করা হল।
১৯৬০ স্বাধীনতালাভ করল ফরাসি ক্যামেরুন। ক্যামেরুন প্রজাতন্ত্রে পরিণত হল। প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হলেন আহিদজো।
১৯৬১ এক গণভোটে ব্রিটিশ ক্যামেরুন দুইভাগে ভাগ হল। ক্যামেরুন ও নাইজেরিয়া। ১৯৬৩ সাল পর্যন্ত সরকারবিরোধী অভ্যুত্থান টিকে থাকে।
১৯৬৩ ফরাসি সহায়তায় সরকারবিরোধী অভ্যুত্থান দমন করা হল।
১৯৬৬ ছয়টি প্রধান দলের সমন্বয়ে জাতীয় ক্যামেরুনী ইউনিয়ন গঠন করা হল, যা হয়ে উঠল দেশটির একমাত্র বৈধ রাজনৈতিক দল।
১৯৭২ এক গণভোটের ধারাবাহিকতায় ক্যামেরুন একটি একক রাষ্ট্রে পরিণত হল, নাম বদলে রাখা হল সংযুক্ত প্রজাতন্ত্র ক্যামেরুন।
১৯৮২-বর্তমান প্রেসিডেন্ট হিসেবে পল বিয়ার শাসনকাল।
১৯৮৬ নিয়োস হ্রদ থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে প্রায় ১৭০০ মানুষের মৃত্যু হল।
১৯৯৪ তেলসমৃদ্ধ বাকাসা উপদ্বীপ নিয়ে ক্যামেরুন নাইজেরিয়া সংঘর্ষ।
১৯৯৮ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ক্যামেরুনকে দুনিয়ার সবচে দুর্নীতিগ্রস্ত দেশ বলে শ্রেণিবদ্ধ করল।
২০০২ অক্টোবর: আন্তর্জাতিক ন্যায্যতা আদালতের (আইসিজে) এক রায়ে তেলসমৃদ্ধ বাকাসি উপদ্বীপের সার্বভৌমত্ব ক্যামেরুনকে দেয়া হল। নাইজেরীয় বাহিনী অই উপদ্বীপ দখল করে রেখেছে। দেশটি আইসিজের এই রায় প্রত্যাখ্যান করে।
২০০৭ নভেম্বর: বাকাসি উপদ্বীপে সন্দেহভাজন নাইজেরীয় জঙ্গিদের হাতে খুন হলেন ২১ জন ক্যামেরুনী সৈনিক।
২০১১ জানুয়ারি: ক্রিবিতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করার জন্য চীনা ঋণ নিশ্চিত করল ক্যামেরুন।
২০১৩ ফেব্রুয়ারি: ৭ সদস্যের এক ফরাসি পরিবারকে নাইজেরীয় সীমান্ত থেকে অপহরণ করল বোকো হারাম, দুই মাস পর ছেড়ে দিল।
২০১৫ জানুয়ারি: বোকো হারামের বিরুদ্ধে ক্যামেরুনের যুদ্ধে সামরিক সহায়তা প্রদানের ওয়াদা করল চাদ।
২০১৬ নভেম্বর: ক্যামেরুনের ইংরেজিভাষী অংশগুলোর ওপর ফরাসি চাপিয়ে দেয়ার বিরুদ্ধে সহিংস প্রতিবাদ দেখা দিল।
২০১৮ অক্টোবর: টানা সপ্তমবারের মত প্রেসিডেন্ট হলেন পল বিয়া।
তথ্যসূত্র
BBC. 2018. “Cameroon profile – Timeline.” BBC, October 22, 2018.
https://www.bbc.com/news/world-africa-13148483
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি