
বুরকিনা ফাসো
Featured Image: Wikipedia Commons.

বিশ্ব মানচিত্র ব্লগ
সাল
১৮৯৬ যে রাজ্যগুলো পরবর্তীতে বুরকিনা ফাসো গঠন করবে তাঁরা একটা ফরাসি প্রটেক্টরেটে পরিণত হল।
১৯১৯ ভোল্টা উচ্চভূমি ফরাসি পশ্চিমা আফ্রিকার একটি স্বতন্ত্র ভূখণ্ডে পরিণত হল।
১৯৫৮ ভোল্টা উচ্চভূমি ফ্রান্সের একটা স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হল।
১৯৬০ ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করল ভোল্টা উচ্চভূমি। প্রেসিডেন্ট হলেন মরিস ইয়ামেওগো।
১৯৮০ সায়ি জারবোর নেতৃত্বাধীন এক ক্যুদেতায় ক্ষমতাচ্যুত হলেন প্রেসিডেন্ট লামিজানা।
১৯৮৩-৮৭ টমাস সাঙ্কারার শাসনকাল।
১৯৮৪ ভোল্টা উচ্চভূমির নাম বদলে বুরকিনা ফাসো রাখা হল।
১৯৮৭ ঘনিষ্ঠ সহযোগী ব্লেইজ কম্পাওরের হাতে প্রথমে উৎখাত ও পরে খুন হলেন টমাস সাঙ্কারা।
১৯৯০ সীমিত গণতান্ত্রিক সংস্কার প্রবর্তন করলেন ব্লেইজ কম্পাওরে।
১৯৯২ ১৯৭৮ সালের পর দেশটির প্রথম সংসদীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতল ব্লেইজ কম্পাওরের জনপ্রিয় গণতন্ত্রের সংগঠন-শ্রমিক আন্দোলন।
১৯৯৮ প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধবস বিজয় লাভ করলেন কম্পাওরে।
২০০৫ নভেম্বর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ব্লেইজ কম্পাওরে।
২০১০ জুলাই আল কায়েদা অপারেটিভদের দ্বারা অপহরণের আশঙ্কা ব্যক্ত করে বুরকিনা ফাসোর ওপর সফর সতর্কতা জারি করল ফ্রান্স ও যুক্তরাষ্ট্র।
নভেম্বর বুরকানির ফাসোর সোনার খনি আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হল।
২০১১ মার্চ পুলিশ হেফাজতে এক ছাত্রের মৃত্যুতে সপ্তাহব্যাপী প্রতিবাদ।
এপ্রিল অপরিশোধিত ভাতার দাবিতে সৈনিক ও প্রেসিডেনশল গার্ডের সদস্যদের বিদ্রোহ, খাদ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে হাজার হাজার মানুষ পথে নেমে এলেন।
জুলাই বোবো দিওলাসো শহরে সরকারি বাহিনী বিদ্রোহীর বুকে গুলি চালিয়ে ৭ জনকে খুন করল।
২০১২ জানুয়ারি বুরকিনা ফাসোর কাস্টমস সেবার প্রধান ওসমান গুইরোর মালিকানায় দুটো বড় স্যুটকেস ৪ মিলিয়ন ডলার পাওয়া গেল, গুইরোকে চাকরিচ্যুত করলেন প্রেসিডেন্ট কম্পাওরে।
নভেম্বর মালিতে ইসলামপন্থীরা দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিলে সংকট সমাধানে মধ্যস্ততা করতে এগিয়ে এলেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট কম্পাওরে।
২০১৩ এপ্রিল নেদারল্যান্ডসের দ্য হেগস্থ আন্তর্জাতিক ন্যায্যতা আদালত (আইসিজে) নাইজার আর বুরকিনা ফাসোর মধ্যকার একটা সীমান্ত বিরোধের নিষ্পত্তি করল।
২০১৫ নভেম্বর প্রেসিডেন্ট হলেন রোচ মার্ক ক্রিশ্চান কাবোরে।
২০১৬ ডিসেম্বর কালো পতাকা ওড়ানো সশস্ত্র ইসলামপন্থীরা বুরকিনা ফাসোর মালি সীমান্তের নিকটবর্তী এক সামরিক চৌকিতে হামলা চালিয়ে ১১ জন সৈনিককে খুন করল।
২০১৭ ফেব্রুয়ারি পাঁচটি সাহেল দেশ মিলে একটি যৌথ সন্ত্রাসবিরোধী বাহিনী গঠন করবার ব্যাপারে একমত হল।
আগস্ট বুরকিনা ফাসোর রাজধানী অউগাদউগোর একটি তুর্কি রেস্তোরাঁয় এক সন্ত্রাসবাদী হামলায় ১৮ জনের মৃত্যু।
২০১৮ মার্চ বুরকিনা ফাসোর ফরাসি দূতাবাসে হামলা। এতে ৮ বন্দুকধারীসহ ১৬ জনের মৃত্যু হল।
তথ্যসূত্র
African Union. n.d. “Member States | African Union.” Accessed March 3, 2025.
https://au.int/en/member_states/countryprofiles2.
BBC. “Burkina Faso profile – Timeline.” BBC, March 5, 2018.
https://www.bbc.com/news/world-africa-13072857
নোট: ইরফানুর রহমান রাফিনের নন-ফিকশন সময়রেখা ঢাকার দিব্যপ্রকাশ কর্তৃক ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। এই ব্লগটি সেই বই সংশ্লিষ্ট গবেষণা প্রকল্প। ঢাকা, চট্টগ্রাম, ও সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে সময়রেখা, এবং অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে।
অনলাইন অর্ডার লিংকসমূহ
দিব্যপ্রকাশ । বাতিঘর । বইবাজার । বইয়ের দুনিয়া । বইফেরী । বুক হাউজ । ওয়াফিলাইফ । রকমারি